ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সবাই এক্সপার্ট 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
সবাই এক্সপার্ট  রুটি মেকার

জীবনেও রুটি বানাননি এমন মানুষও মাত্র পাঁচ সেকেন্ডে তৈরি করতে পারবেন গোল সুন্দর রুটি। কেমন করে! 

আটা বা ময়দার খামির যন্ত্রের ভেতর দিয়ে চাপ দিলেই তৈরি হচ্ছে গোলাকার রুটি। কাঠ দিয়ে তৈরি এই যন্ত্রের নাম - ম্যাজিক রুটি মেকার।

যা দিয়ে এক মিনিটেই তৈরি করা যায় ১৫-২০টি রুটি।  

৭.৫ ইঞ্চি সাইজের রুটির ইজি মডেলের রুটি মেকারের দাম ২ হাজার ৯শ’ টাকা। ৯ ইঞ্চি সাইজের রুটি তৈরির এক্সপার্ট মডেলের রুটি মেকারের দাম ৩ হাজার ৮শ’ টাকা। দুই মডেলের রুটি মেকারেই রয়েছে এক বছরের গ্যারান্টি এবং ঢাকা শহরের ভেতরে 'ফ্রি ট্রায়াল' এর সুযোগ।  

ম্যাজিক রুটি মেকারের উদ্যোক্তা জাহিদুল ইসলাম জানান, রুটি তৈরির কোনো ধারণা না থাকলেও এই রুটি মেকার দিয়ে যে কেউ সহজেই গোলাকার রুটি তৈরি করতে পারবেন। ঝামেলা বিহীন ও স্বাস্থ্যসম্মত ভাবে রুটি তৈরির জন্য মেকারটি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। যা দিয়ে রুটি ছাড়াও পরোটা, সমুচার রুটি, সিঙ্গাড়ার রুটি, লুচি, পুরি তৈরি করা যাবে। যা চালাতে বিদ্যুতের প্রয়োজন নেই।  

ঘরে বসে অনলাইনে অর্ডার করলেই পাওয়া যাচ্ছে ম্যাজিক রুটি মেকার। ওয়েব সাইট: https://chuijhal.com 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।