ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শেষ হল ফ্যাশন ফেস্টের প্রথম দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
শেষ হল ফ্যাশন ফেস্টের প্রথম দিন ফ্যাশন ফেস্ট ক্রেতা দর্শনার্থীরা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: পোশাক, জুতা, ব্যাগ, গহনা, প্রসাধনী সামগ্রী ও গৃহস্থলী পণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও জনপ্রিয় সব অনলাইন শপকে এক ছাদের নিচে আনার লক্ষ্যে ফ্যাশন ফেস্ট ২.০ এর আয়োজন করেছে প্লাটিনাম ইভেন্টস। 

শুক্রবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানের ২ নম্বর এর গার্ডেনিয়া গ্র্যান্ড হলে ফ্যাশন ফেস্টের উদ্বোধন করেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (ডিসিসিআই) এর সহ-সভাপতি এবং সোনালি ব্যাংকের পরিচালক এ কে এম কামরুল ইসলাম।

ফ্যাশন ফেস্টে দেশের প্রায় সবগুলো অনলাইন শপ এতে অংশগ্রহণ করেছে।

শুক্রবার থেকে শুরু হওয়া এ ফ্যাশন ফেস্ট শেষ হবে শনিবার (১৭ মার্চ)। সকাল ৯টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত।

ক্রেতা দর্শনার্থীসহ সাধারণ মানুষ তাদের সব নিত্য প্রয়োজনীয় পণ্য এক সঙ্গে পেয়ে খুবই আনন্দিত। তারা এ রকম ফেস্ট বারবার করার তাগিদ দেন প্লাটিনাম ইভেন্টসকে।

উদ্বোধনকালে কামরুল ইসলাম বলেন, ফ্যাশন ফেস্ট হলো আমাদের দেশের ফ্যাশন ও লাইফ স্টাইল সেক্টরের উদ্যোক্তাদের জন্য একটি প্লাটফর্ম। আশা করি খুব শিগগিরই দেখতে পাবো আমাদের দেশের ডিজাইনারদের তৈরি পোশাক পরছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।