ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সমস্যা যেমনই হোক, সমাধান সহজ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
সমস্যা যেমনই হোক, সমাধান সহজ  সমস্যা যেমনই হোক, সমাধান সহজ 

যাদের নিয়মিত বাইরে যেতে হয় বা রান্না করতে হয়, ত্বকের বেশ কিছু সমস্যা তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে সমস্যা যেমনই হোক সমাধান কিন্তু বেশ সহজ। জেনে নিন: 

আজকাল বয়স ৩০ না পেরোতেই কপালে বলি রেখা পড়ে যাচ্ছে!  

এ সমস্যার সমাধানে কপালে বলি রেখা দূর করতে বিউটিপ্যাক ব্যবহার করা যেতে পারে। চন্দন, শঙ্ক দিয়ে তৈরি বিউটিপ্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে।

তবে এটা ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। তাহলে মুখ হালকা টানটান হবে। ফলে ওই বলি রেখা দূর হবে।  

ত্বকে মেসতার দাগ নিয়ে অনেকেই হীনমন্যতায় ভোগেন।  

মেসতার মতো দাগের সবচেয়ে কার্যকরী সমাধান স্ক্র্যাবিং করা। সপ্তাহে অন্তত একবার চালের গুঁড়া ও টকদই দিয়ে নিয়মিত মুখে স্ক্র্যাবিং করতে হবে। এতে মুখের অবাঞ্ছিত দাগ অনেকটাই কমে যাবে।  

চোখের নিচে কালো দাগ রয়েছে।  

এ সমস্যা থেকে মুক্তির উপায় হিসেবে, চায়ের ব্যবহৃত পাতা ফ্রিজে রেখে আধা ঘণ্টা ধরে চোখের কালো দাগের ওপরে ব্যবহার করে উপকার পাওয়া যায়।  

এছাড়া শশা বা আলুর রস করে তুলা দিয়ে নিয়মিত লাগিয়ে রাখলেও চোখের নিচে কালো দাগ দূর হয়।  

নিজেকে ভালোবেসে, নিজের প্রতি যত্নশীল হলে ত্বক-চুল-স্বাস্থ্য যেকোনো সমস্যাই দ্রুত সমাধান হবে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।