ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আগে তো জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
আগে তো জেনে নিন ত্বকের ধরন

বিশেষজ্ঞরা সব সময়ই বলেন ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী ব্যবহার করতে, ত্বকের যত্ন নিতে। কিন্তু অনেকেই নিজের ত্বকের ধরন যে আসলে কি তা বুঝে উঠতে পারেন না। 

তাদের বোঝার সুবিধায় ত্বকের ধরন বোঝার কিছু পদ্ধতি: 

আমাদের পাঁচ ধরনের ত্বক রয়েছে। স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত কম্বিনেশন বা মিশ্র ত্বক, স্পর্শকাতর ত্বক।

 


•    ভালো করে মুখ ধুয়ে শুকনো করে মুছে নিন
•    এবার দুই ঘণ্টা ত্বকে কিছু লাগাবেন না, হাতও দেবেন না
•    একটি সাদা টিস্যু নিয়ে গাল, কপাল, নাক ও থুতনিতে অল্প চাপ দিন
•    যদি দেখেন-
•    পুরো টিস্যু পেপারেই তেল লেগে যায় তাহলে আপনার ত্বক তৈলাক্ত
•    থুতরি আর কপালে তেল লেগে থাকলে মিশ্র ত্বক 
•    কোনো তেল না লাগলে টিস্যুতে আর ত্বক যদি খসখসে না লাগে তবে স্বাভাবিক ত্বক
•    কিন্তু যদি ত্বক খুব টানটান লাগছে মনে হয়, বুঝতেই পারছেন শুষ্ক ত্বক 
•    আর যাদের ত্বক একটু রোদে গেলেই সানবার্ন হয়, কোনো ধরনের পণ্যই ত্বকে মানিয়ে যায় না, হয় জ্বালা করে, ব্রণ দেখা দেয় ‍এটা সেনসেটিভ ত্বক বা স্পর্শকাতর ত্বক।

বয়সের সঙ্গে কিন্তু আমাদের ত্বকের ধরনও বদলে যায় অনেক সময়। আগে নিজের ত্বকের ধরন জানুন এরপর প্রোপার কেয়ার নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।