ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চেইনশপে নতুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১
চেইনশপে নতুন

চেইনশপে চলতি সপ্তাহের নতুন পণ্য তালিকা:

মীনা বাজার:
ক্রেতাদের জন্য চেইনশপ মীনা বাজারে এ সপ্তাহে এসেছে, সয়া পাওয়ার যার মূল্য-৪০০ টাকা, নোভা হেয়ার স্প্রে-৩০০ টাকা, নোভা হেয়ার জেল-১৪৫, ইস্পাহানী জেরিন টি-১৪০ টাকা এবং আয়ুর ফেস জেল ৫০ গ্রাম- ৯৫ টাকা।

নন্দন:
চলতি সপ্তাহে নন্দনের নতুন পণ্যের মধ্যে রয়েছে, রূপচাঁদা চিনিগুঁড়া চাল প্রতি কেজি ৯৫ টাকা, নূর ভিনেগার ৯৫ টাকা, সুফি সরিষার তেল প্রতি লিটার ২২৫ টাকা, সুইট চিলি সস ২৫৫ টাকা এবং দিগন্ত কাঠবাদাম ১০০ গ্রাম পাবেন ১৩০ টাকায়।



আগোরা:
আগোরায় প্রোমিজ টোস্ট বিস্কুট ৩০০ গ্রাম ৫২ টাকা, মাউচির নাটস বিস্কুট ১৮০ গ্রাম পাওয়া যাবে ১৯৯ টাকায় এবং চাবার অরেঞ্জ ফ্রুট ৪৩০ গ্রাম ১৮৫ টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।