ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মডেলিং- এ আসতে চান?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১
মডেলিং- এ আসতে চান?

শিক্ষিত তরুণ-তরুণীদের মডেলিং পেশায় আগ্রহী করে তুলতে ব্লিংক ব্রস কমিউনিকেশনস আয়োজন করেছে সাত দিনের মডেলিং কর্মশালা।

বাংলানিউজকে আয়োজক প্রতিষ্ঠানের সমন্বয়কারী আফরিন আক্তার বলেন,‘কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে’।



কর্মশালায় হাতে-কলমে শেখানো হবে মডেলিংয়ে ক্যারিয়ার গড়ার খুঁটিনাটি।

দেশের নাম করা র‌্যাম্প মডেলরা এই প্রশিক্ষণ পরিচালনা করবেন বলেও জানান আফরিন।

নভেম্বরের ১০ তারিখ থেকে মডেলিং কর্মশালা শুরু হবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। কর্মশালার ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা।

অংশগ্রহণকারী সবাই ফ্রি ফটোসেশন ও ফ্যাশন শোতে অংশগ্রহণের সুযোগ পাবেন। ফোন : ০১৮১৪৮৪৭৮৬২, ০১৮১৫২৫০৮৮৯।

কর্মশালার পার্টনার হিসেবে থাকছে গোল্ড`স জিম বাংলাদেশ ও লেজার ট্রিট।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।