ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইউডু’র উইন্টার ফেস্ট 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
ইউডু’র উইন্টার ফেস্ট  ইউডু

হাড় কাঁপানো শীতে কাঁপছে সারাদেশ। আর এই সময়ে ‘ইউডু ডিজাইন সোর্স’ এ চলছে উইন্টার ফেস্ট। সব বয়সী ফ্যাশন সচেতন মানুষের জন্য লেটেস্ট এবং হাই ট্রেন্ডের পোশাকে সেজেছে ইউডু। 

ইউডু ডিজাইন সোর্সের কালেকশনের মধ্যে রয়েছে জ্যাকেট, হুডি, ব্লেজার, সোয়েটারসহ ছেলেও মেয়েদের সব ধরনের ফ্যাশনেবল শীতের পোশাক। এছাড়াও এখানে রয়েছে গাউন, সিঙ্গেল কামিজ, ফ্রি পিস, স্যান্ডেল, হাইহিল, টপস, স্ক্রিট, পাঞ্জাবি, শার্ট (ফরমাল/ক্যাজুয়াল), ব্যাগ ও জুয়েলারি।

নতুন সংগ্রহ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পলাশ বলেন, এই সময়ের ট্রেন্ডের সঙ্গে ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি মাথায় রেখেই আমাদের সংগ্রহ সাজিয়েছি। সাড়াও পাচ্ছি বেশ ভালো।

মিরপুর, যমুনা ফিউচার পার্ক ছাড়াও বগুড়া, সাভার, টাংগাইল, ময়মনসিংহ ও খুলনাতে ইউডু’র শাখা রয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।