ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কোথায় যাবেন? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
কোথায় যাবেন?  .

ভ্রমণ পিপাসুদের জন্য এবারের বছর শেষ আর নতুন বছরের শুরুটা হতে পারে একেবারে স্পেশাল। কারণ খুব অল্প খরচে ট্রাভেল কোম্পানি জাস্ট হলিডেজ লিমিটেড বিদেশ ভ্রমণের হলিডে প্যাকেজ ঘোষণা করেছে।

দেশের বাইরে কম খরচে ঘুরে আসতে বেছে নিতে পারেন সুবিধামতো প্যাকেজ। আপনি শুধু সিদ্ধান্ত নিন কোথায় যাবেন, এরপর বাকি সব কাজই ট্রাভেল কোম্পানির।

 

আরামদায়ক ভ্রমণ, মানসম্মত থাকা-খাওয়ার ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা আর সাশ্রয়ী প্যাকেজের জন্য সবার কাছে পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।  

.জাস্ট হলিডেজের নতুন প্যাকেজে ঘুরে আসতে পারেন স্বপ্নের জায়গা-দিল্লি-আগ্রা-সিমলা-মানালী(ভারত-৮ দিন ৭ রাত, জনপ্রতি মাত্র ২৫ হাজার টাকা)।  

নেপাল ( কাঠমান্ডু+ পোখরা) ৫ দিন ৪ রাত মাত্র ৩৫ হাজার।

রিটার্ন এয়ার টিকেটসহ ইন্দোনেশিয়ার (বালি) ৩ রাত ৪ দিন মাত্র ৬২ হাজার টাকা।  

এছাড়া, চীন, থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া ও ফুকেট শহরে ,মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর ও লাঙ্কাই ,এশিয়ার অন্যতম শহর সিংগাপুরে বেড়ানোর জন্য সারা বছরই বিভিন্ন ভ্রমণ প্যাকেজ দিয়ে থাকে জাস্ট হলিডেজ।  
 
যোগাযোগ: বাড়ি-১১(বি১), রোড-১৭,ব্লক-ডি ,বনানি-ঢাকা-১২১৩ ফোন- ৯৮২১২৬৯-৭১, ০১৬১৪৪৬৬৬০০ ,০১৬১৪৪৬৬৬০৬


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।