ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ডাবর মেথি আমলায় মজবুত-সিল্কি চুল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ডাবর মেথি আমলায় মজবুত-সিল্কি চুল .

এশিয়ান কনজুমার কেয়ার প্রাইভেট লিমিটেড (ডাবর বাংলাদেশ) সম্প্রতি দেশের বাজারে নিয়ে এলো নতুন হেয়ার অয়েল ব্র্যান্ড “ডাবর মেথি আমলা”।

ডাবর মেথি আমলা একটি পারফিউমড ননস্টিকি লাইট হেয়ার অয়েল যাতে আছে আমলা ও মেথির ডাবল পুষ্টি। এর আমলা চুলকে করে মজবুত আর মেথি চুলকে করে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল।

এটি একটি ননস্টিকি লাইট হেয়ার অয়েল যার নিয়মিত ব্যবহারে চুল হয়ে উঠবে আরও মজবুত, সিল্কি।

সম্প্রতি একটি হোটেলে উন্মোচন করা হয় ডাবর পরিবারের নতুন সদস্য ডাবর মেথি আমলা হেয়ার অয়েল। উদ্বোধন অনুষ্ঠানে ডাবর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় মুনশী, হেড অফ মার্কেটিং আসিফুর রউফ, ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম তুষার, ন্যাশনাল সেলস ম্যানেজার অরুনাশিস দত্তসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

ডাবর মেথি আমলার তেলের ২০০ মিলি বোতলের দাম ১০০ টাকা এবং ১০০ মিলির দাম ৫০ টাকা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।