ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ানে ফ্যামেলি ব্রাঞ্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
লা মেরিডিয়ানে ফ্যামেলি ব্রাঞ্চ লা মেরিডিয়ান হোটেলে লাইভ মিউজিক- ছবি: কাশেম হারুন

ঢাকা: ভোজন রসিকদের মজাদার খাবারে আমন্ত্রণ জানাচ্ছে ঢাকার পাঁচ তারকা ‘লা মেরিডিয়ান হোটেল’। একসঙ্গে লাইভ মিউজিক, লাইভ কুকিং ও  সুইমিং পুল উপভোগের এই অফারের নাম ‘ ফ্যমেলি ব্রাঞ্চ’। এজন্য জনপ্রতি ৩ হাজার ৪শ ৭৮ টাকা দিতে হবে।  

শনিবার (২১ অক্টোবর) দুপুরে হোটেলে ‘ফ্যামেলি ব্রাঞ্চ’ সম্পর্কে জানায় লা মেরিডিয়ান কর্তৃপক্ষ। অক্টোবর মাসের প্রতি শনিবার তাদের এ অফার চলছে।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাঞ্চ অফারের সময়সূচি।
 
দেশীয় ও আন্তর্জাতিক খাবারে পরিপূর্ণ প্রায় ২৪০টি মেন্যু থাকবে এখানে। সুস্বাদু সামুগ্রিক মাছেরও নানা আয়োজন রয়েছে।
 লা মেরিডিয়ানে সাজানো বিভিন্ন ধরনের খাবার- ছবি: কাশেম হারুনলোকাল এবং ইন্টারন্যাশনাল অ্যারাবিক সব খাবারই ভিন্ন একটি স্বাদ দিচ্ছে লা মেরিডিয়ান। যার যেরকম পছন্দ সে ওই রকম খাবার উপভোগ করতে পারবেন। আর ডেজাটও বহু আইটেম সমৃদ্ধ। নিজস্ব আইসক্রিম নিজস্ব মিষ্টি রসগোল্লা রয়েছে।

ঢাকার অন্য হোটেলগুলো এক ভিন্নতর নিজস্ব আয়োজনের ফ্যামেলি ব্রাঞ্চ উপভোগের সুযোগ করে দিচ্ছে হোটেল লা মেরিডিয়ান। তবে সুইমিংপুল শুধু ১২ বছরের নিচের শিশুরা উপভোগ করবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসএ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।