ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভালো থাকতে কাডলিং

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
ভালো থাকতে কাডলিং .

প্রথমেই জেনে নেই কাডলিং হচ্ছে হালকা আদর। এর সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই। 

ব্যস্ততার কারণে আমরা অনেক সময় সঙ্গীর সঙ্গে সম্পর্কে এতোই দূরত্ব তৈরি করে নেই, যে পাশাপাশি দুজন মানুষ হয়তো বাস করছি, কিন্তু কেউ হয়তো কারও স্পর্শও পাচ্ছে না।  
এতে দুজনের সম্পর্কে দূরত্ব আরও বাড়ছে আর হালকা হচ্ছে মনের বাঁধনও।

 

বাড়তি সময় পাচ্ছেন না, ঘর থেকে বের হওয়ার সময় প্রিয় মানুষটিকে একটু কাছে নিয়ে বিদায় বলুন, সারাদিন এই ভালোলাগা ঘিরে রাখবে দুজনকেই।  

এবার সন্ধ্যায় বাড়ি ফিরে একটু ভালোবাসার ছোঁয়ায়ই তাকে ওয়েলকাম করুন।  

সারাদিনের কাজ শেষে মুভি দেখতে বসেছেন, মাথাটা তার কাঁধে রাখতেই পারেন।  

গুড মর্নিং আর গুড নাইট বলার অভ্যাস না থাকলে আজ থেকেই শুরু করুন, প্রিয়জন দূরে থাক বা কাছে, ভালোবাসার একটু ছোঁয়া যেন সে অনুভব করে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন...পুরো বছর, সারা জীবন।  

কাডলিং কেন গুরুত্বপূর্ণ: 
'কাডলিং' আপনার মনকে খুশি রাখে। সম্পর্কে ইতিবাচক এনার্জি দেয়।
কাডলিং' ব্যথা, যন্ত্রণারও উপশম ঘটায়।
মানসিক চাপ কমায়।
পার্টনারের সঙ্গে বন্ডিংকে আরও পাকা করে।
'কাডলিং'য়ের ফলে সবাই নিজেকে নিরাপদ অনুভব করে।
সম্পর্কে মনোমালিন্য কমে।

বিশ্বাস আর আস্থার সস্পর্ক তৈরি করতেও চাই কাডলিং।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।