ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঘর সাজাতে পোস্টার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
ঘর সাজাতে পোস্টার পোস্টার

এই  ঈদে যারা ঘরের দেয়াল সাজানোর পরিকল্পনা করছেন তাদের জন্য নান্দনিক পোস্টাররের কালেকশন নিয়ে এসেছে পোস্টারস্মিথ। 

নিজের ইচ্ছেমতো চাইলেই যেকোনো ডিজাইন ও সাইজের পোস্টার অর্ডার করতে পারেন পোস্টারস্মিথ থেকে। পোস্টারসি¥থে পিভিসি পোস্টার, এইডি ম্যাট পোস্টার, ক্যানভাস পোস্টার  ও ওয়াল ইস্টিকার ।

 

পোস্টারের সাইজ ও ইস্টিকারের সাইজ অনুযায়ী দামের পার্থক্য রয়েছে পিভিসি পোস্টার পাওয়া যাবে ১৫০-৭৫০ টাকায়, এইডি ম্যাট প্রিন্ট পোস্টার ৫০০-১৮৫০ টাকায়, ট্রান্সপারেন্ট ইস্টিকার ৩০০-১৪০০ টাকার ভেতরে পাওয়া যাবে ।  

বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে লগইন করতে করতে পারেন https://www.facebook.com/postersmith.bd/  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।