ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দেশিদশে কেনাকাটায় বিদেশ ভ্রমণ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
দেশিদশে কেনাকাটায় বিদেশ ভ্রমণ দেশিদশ

দেশের অন্যতম দশটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশিদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মুল ভিত্তি। 
রমজানের ঈদে ত্রেতাদের জন্য দেশিদশের উপহার ছিলো লাকি কুপন ড্র।

এই আয়োজনে বিজয়ীরা পেয়েছেন ৩টি যুগল বিমান টিকেট ঢাকা – কুয়ালালামপুর – ঢাকা, ঢাকা – ব্যাংকক – ঢাকা, ঢাকা – কাঠমুন্ডু – ঢাকা এবং ৭টি গিফ্ট ভাউচার।  

বিশেষ পুরস্কারগুলো ১৯ আগস্ট শনিবার বিকেলে বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল -৭, ব্লক – এ দেশিদশদেশিদশ চত্তরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

 

প্রধান অতিথি হিসেবে রামেন্দু মজুমদার বিজয়ীদের হাতেপুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ উপলক্ষে সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়।

দেশিদশের সদস্য শীর্ষস্থানীয় দশটি হাউস: নিপুন, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরোদলা ও সৃষ্টি।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।