ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

একটু ছোঁয়াই যথেষ্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
একটু ছোঁয়াই যথেষ্ট একটু ছোঁয়াই যথেষ্ট

রাত থেকেই পরশের মাথাব্যথা। তার ওষুধ খেতে ইচ্ছে করছে না, স্ত্রী জারা কাছে এসে মাথায় একটু হাত বোলাতেই ব্যথার অনুভূতি দূর হয়ে, তৈরি হলো ভালো লাগার অনুভূতি...কারণ কী?

ভালোবাসার বোধ মন ও শরীরের যেকোনো ব্যথা দূর করতে পারে-- এতদিন এ ধারণাটি একটি লোকবিশ্বাস ছাড়া কিছুই ছিল না। কিন্তু সম্প্রতি আমেরিকান গবেষকদের একটি গবেষণায় বেরিয়ে এসেছে এরকমই একটি তথ্য।

তারা আবিষ্কার করেছেন, ভালোবাসা ব্যথানাশকের কাজ করে।

আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মস্তিষ্ক স্ক্যানিং করতে গিয়ে দেখেছেন, ব্যথা পাওয়ার অনুভূতির সাথে সম্পৃক্ত মস্তিষ্কের কোষগুলো ভালো স্মৃতির রোমন্থনে অভূতপূর্ব সাড়া দেয় এবং অতি দ্রুত কার্যক্ষম হয়ে ওঠে।   

তারা সদ্য ভালোবাসায় জড়িয়েছে এরকম ১৫ জন ছাত্র-ছাত্রীর ওপর এক সমীক্ষা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছান। তাদের সবাইকে প্রিয়জনের ছবি নিয়ে আসতে বলা হয়। তাদের হাতে তাপ দিয়ে সামান্য ব্যথার অনুভূতি তৈরি করা হয় এবং ছবিগুলো তাদের সামনে রাখা হয়। এ অবস্থাতেই তাদের মস্তিষ্ক স্ক্যান করা হতে থাকে।

দেখা যায়, প্রিয়জনের ছবি দেখার সময় মস্তিষ্কে ব্যথার অনুভূতি অপেক্ষাকৃত কম কাজ করছে।

এ বিষয়ে গবেষক ডা. জারেড ইয়াংগার বলেন, ‘গবেষণায় দেখা গেছে, ভালোবাসার অনুভূতি মস্তিষ্কে ব্যথানাশকের মতোই কাজ করে। ’

নিউরোলজিস্ট প্রফেসর পল গিলবার্ট বলেন, ‘এ গবেষণার ফলে ব্যথা অনুভবের কারণ এবং তা  নিরাময়ের উপায়ের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক আবিষ্কৃত হলো। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।