ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বর্ষা উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
বর্ষা উৎসব বর্ষা উৎসব

নীল রং নিয়ে প্রকৃতিতে হাজির হয়েছে বর্ষকাল। বর্ষার স্নিগ্ধ ছায়ায় ডুবে আছে প্রকৃতি। কেতকি, কদম, যুথিকা, মালতি ফুলের আনাগোনা বর্ষাকে করেছে আরও বেশি বর্ণিল। 

ভেজা হাওয়ার পরশে মন হয়ে উঠছে আন্দোলিত। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে তেমনি জীবনকে করে তোলে উৎসবমুখর।

আর এ উৎসবের কথা মাথায় রেখে দ্য বিগ এ কমিউনিকেশন আয়োজন করেছিল বর্ষা উৎসব।  

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা’য় বুধবার সন্ধ্যায় এ আয়োজন করা হয়।  
মো: বদরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এ আয়োজনে বক্তারা বর্ষার সঙ্গে জীবনের চলন ও বর্ষা ফ্যাশনের নানা বিষয় নিয়ে কথা বলেন।  

ডিজাইনার মেহনাজ শশী, ফারহানা আফরোজ, রঙ বাংলাদেশ এবং বালুচর এর বর্ষাকালীন পোশাক ফ্যাশন শো-তে উপস্থাপন করা হয়।  

আয়োজন প্রসঙ্গে দ্য বিগ এ কমিউনিকেশন এর ডিরেক্টর তৌফিক অপু বলেন, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত গ্রীষ্ম ও শীতকালীন উৎসব ও ফ্যাশন শো আয়োজন করে আসলেও এবারই প্রথম বর্ষাকালীন উৎসব পালন করেছি আমরা।  

অনুষ্ঠানে টাইটেল হিসেবে ছিলো স্পন্সর ডিমান্ড, কো-স্পন্সর রঙ বাংলাদেশ, মি এন্ড মম, কিউট এন্ড ক্লাসি, বালুচর এবং বিউটি পার্টনার নিমো। পুরো আয়োজনটির ইভেন্ট পার্টনার রে কমিউনিকেশনস।   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।