ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মালয়েশিয়ান খাবার উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
মালয়েশিয়ান খাবার উৎসব মালয়েশিয়ান খাবার উৎসব

লা মেরিডিয়ান ঢাকায় আগামী ৩ আগস্ট প্রথমবারের মতো শুরু হচ্ছে মালয়েশীয় খাবার উৎসব। ফ্লেভার অব মালয়েশিয়া স্লোগান নিয়ে সিটি ব্যাংক এবং বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সহযোগিতায় মালয়েশিয়ার খাবার নিয়ে এই আয়োজন করা হয়েছে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহাম্মদ তৈয়ব
০২ আগস্ট সন্ধ্যায় মালয়েশিয়ান খাবার উৎসবটি উদ্বোধন করবেন বলে লা মেরিডিয়ান কর্তৃপক্ষ বাংলানিউজকে জানিয়েছে।  

সপ্তাহব্যাপী এই উত্সবে শেফ হিসেবে থাকবেন মালয়েশিয়ার শেফ হাফিজাল বিন ইসতিয়াক।

রাতের খাবারে নিয়মিত বুফের (সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত) পাশাপাশি মালয়েশিয়ার খাবার নসি ড্যাঙ্গা, স্যাটে, হক্কিনমি, নাসিকান্দর ইত্যাদি পাওয়া যাবে। মালয়েশিয়ান খাবারের স্বাদ পেতে জনপ্রতি খরচ করতে হবে ৩,৯০০++ টাকা।  

বিভিন্ন ব্যাংক ও মোবাইল পার্টনারদের মাধ্যমে অতিথিরা একটি কিনলে একটি ফ্রি এবং অন্যান্য মূল্য ছাড় অফার উপভোগ করতে পারবেন।  

বিস্তারিত জানতে: +৮৮ ০১৯৯০ ৯০০৯০০ অথবা +৮৮ ০১৭৬৬৬৭৩৪৪৩।


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।