ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টেক্স স্টাইলে লিজেন্ড সিরিজের টি শার্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
টেক্স স্টাইলে লিজেন্ড সিরিজের টি শার্ট টেক্স স্টাইল

তারুণ্যের ফ্যাশন টেক্স স্টাইল নিয়ে এসেছে লিজেন্ড সিরিজের তিন ডিজাইনের বিশেষ টি শার্ট। 

এগুলো হচ্ছে সদ্য প্রয়াত লিংকিন পার্ক ব্যান্ড এর ভোকালিস্ট চেস্টার বেনিংটন, বব ডিলান এবং চে গুয়েভারা স্মরণে ভিন্নধর্মী টি-শার্ট।  

ওয়েস্টার্ন থিম বেইজ করা টি-শার্টগুলোতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির শতভাগ অর্গানিক কটন ফেব্রিক।

এছাড়াও টেক্স স্টাইলের কালেকশনগুলোর মধ্যে সুপারম্যান, আয়রনম্যান, সিভিল ওয়ারসহ নতুন নতুন ডিজাইন এসেছে।  

ঢাকার নিউমার্কেট, নূরজাহান মার্কেট, ধানমন্ডির বিভিন্ন শপিংমল,  মিরপুরসহ শহরের প্রায় প্রতিটি মার্কেটে এবং দেশের বিভিন্ন জেলা শহরের মার্কেটগুলোতে টেক্স স্টাইলের ডিলার রয়েছে।

যোগাযোগ: টেক্স স্টাইল, ১২২৬ পূর্ব মনিপুর (তৃতীয় তলা), মিরপুর-২, ঢাকা-১২১৬।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।