ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গুলশান শাড়ি মিউজিয়ামে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
গুলশান শাড়ি মিউজিয়ামে গুলশান শাড়ি মিউজিয়ামে

বিয়ে কিংবা অনুষ্ঠানে শাড়িতে নারীর আভিজাত্য প্রকাশ করে। বাঙালি নারীদের বর্ণিল রঙে রাঙাতে গুলশান শাড়ি মিউজিয়াম সাশ্রয়ী মূল্যের শাড়ি দিয়ে সাজিয়েছে তাদের নতুন কালেকশন। 

কেনাকাটায় স্বাধীনতা দিতেই গুলশান শাড়ি মিউজিয়ামের এ আয়োজন। আরাম ও স্বাচ্ছন্দে পরার জন্য তাঁত, ফুলেল জর্জেট, হালকা সিল্ক সুতায় বোনা শাড়িগুলোর ডিজাইনে থাকছে নানা বৈচিত্র্য ও ভিন্নতা।

এছাড়াও নিয়মিত আয়োজনে দেশি বিদেশি নামকরা ডিজাইনারদের ডিজাইন করা লেহেঙ্গা, শাড়ি ও পার্টি ড্রেসতো থাকছেই।  

যোগাযোগ: দোকান নং: ৯৭-১০০,  এবং ৭৫-৭৬ ব্লক- সি লেভেল: ৪ বসুন্ধরা সিটি, দোকান নং: ৯ ব্লক: এ লেন: ৮, ১৫/২ রোড- ৪ ব্লক- এ সেকশন- ১০,  মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটি বেজমেন্ট।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।