ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পরিবেশ বান্ধব ইন্টেরিয়র

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
পরিবেশ বান্ধব ইন্টেরিয়র পরিবেশ বান্ধব ইন্টেরিয়র

ইমি-জায়েদের নতুন সংসার ছোট দুই বেডরুমের ফ্ল্যাটে উঠেছেন। তারা চান মনের মতো করে ঘরটি সাজাতে। যেন ঘরে ঢুকলে নিরা যেমন প্রশান্তি পান, অন্যরা এসে রুচির প্রশংসা করেন। সব পেতে হবে সাধ্যের মধ্যে, হতে হবে পরিবেশ বান্ধব। 

ইমিদের মতো ক্লায়েন্টের জন্যই ইন্টেরিয়র  হাউস ইকো ইনোভেটরস (Eco Innovators) নিয়ে এসেছে পরিবেশ বান্ধব ও ভিন্নধর্মী অন্দর সাজের নানা রকম নান্দনিক সব আয়োজন।  

বাসা, অফিস, রেস্টুরেন্ট, রিটেইল আউটলেট ডেকোরেশনের জন্য গ্রাহকের প্রয়োজন ‍অনুযায়ী ইন্টেরিয়র  ডিজাইনে থিম বেইজ নান্দনিক গৃহসজ্জা ও নতুনের ছোঁয়ায় সীমিত বাজেটের মধ্যে ইন্টেরিয়র ডেকোরেশন করে দেয় ইকো ইনোভেটরস।

 

নিজের ঘরটি আরও সুন্দর করে তুলতে পরামর্শ নিন।  

https://www.facebook.com/ecoinnovatorsBD/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।