ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অবিন্তা কবিরের ইচ্ছা পূরণ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
অবিন্তা কবিরের ইচ্ছা পূরণ অবিন্তা কবিরের ইচ্ছা পূরণ

গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত অবিন্তার ইচ্ছা ছিল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ করে দেয়া। আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল উদ্ধোধনের মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করে অবিন্তার ইচ্ছা পূরনে কাজ করছে তার পরিবার ও বন্ধুরা। 

অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ভাটারায় আরেকটি মডেল স্কুল উদ্ধোধন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) মার্কিন রাষ্ট্রদূত মারসিয়া বার্নিকাট স্কুলটি উদ্ধোধন করেন।

 

উদ্ধোধনী বক্তব্যে বার্নিকাট বলেন, এই ফাউন্ডেশনের জন্য যারা কাজ করছেন আমি তাদেরকে বলতে চাই বিশেষত অবিন্তার মা রুবাকে। এখানে সবাই খুব সৌভাগ্যবান কারণ তারা অবিন্তার রেখে যাওয়া পরিকল্পনা অনুয়ায়ী কাজ করছে যেটা আবিন্তা করে যেতে চেয়েছিল। আমি আশা করছি, এই স্কুলের মাধ্যমে অনেক শিক্ষার্থী অনুপ্রাণিতহবে ।


অবিন্তার মা রুবা আহমেদ এসময় বলেন, অবিন্তা বিশ্বাস করতেন একটি শিক্ষিত পরিবার গড়তে হলে, নারীদের শিক্ষিত করতে হবে সবার আগে। তাই সমাজের সুবিধাবঞ্চিত নারীদের জন্য অবিন্তা কবির ফাউন্ডেশ স্কুলের দুয়ার সব সময়ই খোলা।

ঢাকা ছাড়াও নাটোরে এই ফাউন্ডেশনের আরও পাচঁটি স্কুল রয়েছে। চলতি মাসের শেষে দিকে রাজধানীর বাসাবোতে স্কুলের আরো একটি শাখা খোলার কথাও জানান রুবা আহমেদ।

স্কুলটি উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান ও অবিন্তা কবির ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রুবা আহমেদ, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়েল রেইফম্যান, ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর জেইনা জারুজেলস্কি।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।