ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আক্কেল দাঁতের ব্যথায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
আক্কেল দাঁতের ব্যথায় দাঁতের ব্যথা

আমাদের তো খুব সহজেই আক্কেল হয় না। তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে যখন আক্কেল দাঁত ওঠে। অনেকেই দীর্ঘ দিন ব্যথা সহ্য করেন এই আক্কেল দাঁত পেতে। কষ্টকর এই অনুভূতি থেকে মুক্তি পেতে অনেকেই ছোটেন ডাক্তারের কাছে। 

অনেক সময় অপারেশন করেও আক্কেল দাঁতের অসহ্য ব্যথা মুক্তির পথ হিসেবে দাঁতটাই তুলে ফেলতে হয়।  

আমাদের মুখগহ্বরের ওপরের ও নিচের পাটির সবচেয়ে পেছনে বামে-ডানে মিলিয়ে মোট চারটি পেষণ দাঁত রয়েছে।

এগুলোই আক্কেল দাঁত। কারো চারটি দাঁতই উঠতে পারে, আবার কারো নাও উঠতে পারে।  

আক্কেল দাঁতের ব্যথা দূর করতেও আছে কিছু ঘরোয়া সমাধান। জেনে নিন:

লবঙ্গ 
একটি লবঙ্গ ব্যথা দাঁতের ওপর রেখে দিন। এটি চিবোনোর দরকার নেই। ফেলেও দেবেন না। ব্যথা না কমা পর্যন্ত এটি মুখে রাখুন। তাছাড়া হাতে কয়েক ফোঁটা লবঙ্গের তেল নিয়ে দাঁতে ম্যাসাজ করুন। এটিও দাঁতের ব্যথা কমিয়ে দেবে।

লবণ 
দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায়গুলোর মধ্যে লবণ অন্যতম এবং এটি মুখের ভেতরে যেকোনো ইনফেশন সারাতেও খুব কার্যকরী।

একগ্লাস কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে নিন তারপর সেই পানি দিয়ে কুলি করুন। দিনে অন্তত ৩/৪ বার এইভাবে করুন।


পেঁয়াজ 
পেঁয়াজে আছে অ্যান্টিসেপটিক , অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রবিয়াল উপাদান যা দাঁতের ব্যথা, জীবাণু সব কিছু সেরে তুলতে সাহায্য করে।

আর যদি পেঁয়াজ চিবিয়ে খেতে ভালো না লাগে তাহলে সামান্য পেঁয়াজের কোয়া নিয়ে আক্রান্ত দাঁতে দিয়ে রাখুন।

দিনে ২/৩ বার এইভাবে করুন দাঁত ব্যথা কমে যাবে।

রসুন 
বহুগুণে ভরপুর রসুন এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। আর দাঁত ব্যথা কমাতে রসুনের জুড়ি নেই।

চিবিয়ে খেতে ভালো না লাগলে রসুনের কোয়া ব্যথায় আক্রান্ত দাঁতে চেপে ধরে রাখুন।

আক্কেল দাঁত ওঠার সময় সবারই একটু ব্যথা হয়, এতে চিন্তার কিছু নেই। সাধারণত ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে এই দাঁত উঠে থাকে। তবে ব্যথায় যদি দীর্ঘ দিন কষ্ট পান অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।