ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রূপ বদলাতে এক মিনিটই যথেষ্ট! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
রূপ বদলাতে এক মিনিটই যথেষ্ট!  রূপ বদলাতে

সারাদিন ব্যস্ত থাকি, এতো কিছু করার সময় কোথায়। কর্মজীবী অথবা হোমমেকার এটা প্রায় সব নারীর কমন ডায়লগ। 

আর নিজের প্রতি, দিনের পর দিনের এই অবহেলায় ত্বক উজ্জ্বলতা হারায়, অন্তত ১০ কেজি ওজন বাড়ে, ফলাফল বেঢপ ফিগার। নিস্তেজ চুল, চোখের নিচে কালো, দীর্ঘদিন পরে দেখা হওয়া বন্ধু হয়ত বলেই দেবে, তোমাকে তো চেনাই যাচ্ছে না, এমন হয়ে গেছো কেন? কোথায় গেলো সেই শার্পনেস?! 

এমন কথা শুনতে নিশ্চয় আমাদের ভালো লাগবে না। তাই এখন থেকেই যখনই সময় পান নিজের জন্য বেশি না একটি মাত্র মিনিট দিন।

যেমন এক মিনিটে একটি ফল খান, ত্বকটা খুব ভালো ভাবে পরিষ্কার করুন।  
নখগুলো হলদে হয়ে আছে? এক টুকরো লেবু ঘষে নিন।  

ত্বকে চালের গুঁড়া বা উপটানের প্যাক লাগান। আর যখন প্রয়োজন হবে লুক চেঞ্জ করে নিজেকে আরও একটু আকষর্ণীয়ভাবে উপস্থাপন করার। তখনও প্রয়োজন মাত্র এক মিনিট।  

কীভাবে? জেনে নিন কিছু সহজ উপায়: 
* আয়নায় নিজেকে দেখে যদি অনেক বেশি ক্লান্ত দেখায় তাহলে চট জলদি নিজেকে আকর্ষণীয় করে তুলুন গাঢ় রঙ এর লিপিস্টিক লাগিয়ে। কমলা, লাল কিংবা হট পিঙ্ক রং এর লিপিস্টিক লাগিয়ে মাত্র এক মিনিটেই আপনি হয়ে উঠতে পারবেন অনেক বেশি আকর্ষণীয়।
*  একঘেয়ে দেখাচ্ছে? চুলের বাঁধন খুলে সিথির পাশ পরিবর্তন করে ফেলুন। নিজেকে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে মাত্র এক মিনিটেই।
* কারো সামনে আকর্ষণীয় দেখাতে চাইলে শিরদাঁড়া সোজা করে বসুন এবং হাটুন। অনেক বেশি স্মার্ট দেখাবে আপনাকে।
* দুপুর বেলা সবার চেহারাতেই ক্লান্তির ছাপ পড়ে। এসময়ে চেহারায় চটজলদি গ্ল্যামার আনতে হলে একটি সানগ্লাস পরে নিন।  
* পোশাকে ঝটপট গ্ল্যামার আনতে চাইলে একঘেয়ে ওড়না বা স্কার্ফটি বদলে রংচঙে একটি স্কার্ফ/ওড়না পরে নিন। রূপ বদলাতে এক মিনিটই যথেষ্ট।  

আজ থেকেই ট্রাই করুন, আর কেউ এই পরিবর্তনের রহস্য জানতে চাইলে, এক মিনিটে তাকে এই লিংকটি দিয়ে দিন।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।