ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইজি-র ঈদ ফ্যাশন মানেই ভিন্ন কিছু 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ইজি-র ঈদ ফ্যাশন মানেই ভিন্ন কিছু  ইজি-র ঈদ

ঈদে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এবারও ইজি’র আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। 

ইজি-র সব ধরনের পোশাকের দাম ও ক্রেতাদের সাধ্যের মধ্যে। তারুণ্যই ইজি’র প্রাণ তাই ফ্যাশান দুনিয়ায় বাংলাদেশি তারুণ্যকে নিত্য নতুন ভাবে উপস্থাপণ করতেই ইজির পথচলা।

ইজি’র সব শোরুমে এখন পাওয়া যাচ্ছে নতুন ডিজাইনের সব পোশাক।  

ইজিতে রয়েছে কালারফুল টি-শার্ট, পলো-শার্ট, ক্যাজুয়াল-ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি আর প্যান্ট।  

ঢাকা, চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা ,খুলনা ,বরিশাল ,বগুরা ,নরসিংদী, ফেনীসহ সারাদেশে ইজির  শোরুম রয়েছে। এখানে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়।  
 যোগাযোগ :-০১৭১১১০৪৪৮৯।  
 

লীলাবালিলীলাবালির ঈদ

রাজধানীর বনানীতে লীলাবালি ঈদকে সামনে রেখে সাজিয়েছে দেশি বিদেশি জনপ্রিয় ব্র্যান্ডের ফ্যাশন অনুষঙ্গ নিয়ে। ফ্যাশন প্রেমিদের জন্য লীলাবালির ঈদ আয়োজনে থাকছে নতুন ডিজাইনের শাড়ি-সালোয়ার কামিজসহ ব্র্যান্ডের জুতা, সুগন্ধি, ব্যাগ, হাতঘড়ি, কসমেটিকস পণ্য, গয়না ও উপহার সামগ্রী।  

ঈদের আনন্দকে পূর্ণতা দিতে ফ্যাশন সচেতন নারীদের জন্য এ আয়োজন করেছে লীলাবালি ফ্যাশন এন্ড লাইফস্টাইল। বিস্তারিত জানতে- রোড- ১০, ব্লক- ডি, হাউস- ৩০, বনানী, ঢাকা।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।