ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সুবিধাবঞ্চিত ১৬০ শিশু পেল ঈদের নতুন জামা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, জুন ১০, ২০১৭
সুবিধাবঞ্চিত ১৬০ শিশু পেল ঈদের নতুন জামা  প্রচেষ্টা ফাউন্ডেশন

প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ উৎসবের আয়োজন করেছে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ প্রচেষ্টা ফাউন্ডেশন।

শুক্রবার (৯ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডির সেলিব্রেটি কনভেনশন সেন্টারে এই আয়োজন করে ‘প্রচেষ্টা’।  

সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি ও শিশুদের নিয়ে ইফতার করেন সংগঠনের সদস্যরা।

পরে তাদের পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন জামা, সেমাই, চিনি ও অন্যান্য সামগ্রী ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিডিয়া ব্যক্তিত্ব ও লেখক ড. আবদুর নূর তুষার, সঙ্গীত শিল্পী তানজিব সারোয়ার, মডেল সুজন আহমেদ, আনোয়ার গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের সহকারী ব্যবস্থাপক সৈয়দ রায়হান কাউসার, মীরাক্কেল কমেডিয়ান মোহাম্মদ পরশ।

প্রচেষ্টা ফাউন্ডেশনঅনুষ্ঠানে রাজধানীর হাতিরঝিল, বেগনুবাড়ি ও তেজগাঁও রেলস্টেশন এলাকার ১৬০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে ঈদ সামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন প্রচেষ্টা ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা ইকরাম উদ্দিন আবির।  

বাংলানিউজকে আবির বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমরা প্রতিবছরই এই উৎসবের আয়োজন করে থাকি।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।