ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছেলেদের ত্বক সুন্দর রাখতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ৫, ২০১৭
ছেলেদের ত্বক সুন্দর রাখতে ছেলেদের ত্বক সুন্দর রাখতে

ত্বকের যত্নে কোনো পরামর্শ মানেই আমরা বুঝেই নেই এগুলো মেয়েদের জন্য। অথচ মেয়েরা কিন্তু এমনিতেই ত্বকের বিষয়ে বেশ সচেতন।

অন্যদিকে ছেলেরা বেশিরভাগই উদাসীন। তারা পাত্তাই দেন না যে ছেলেদের ত্বক বেশি ক্ষতি হয়।

তারা নিয়মিত বাইরে যান, অনেকেই বাইক চালান। প্রতিদিন সেভ করেন, সব মিলিয়ে ছেলেদেরও একটু সচেতন হতে হবে, ত্বকের সুরক্ষায়।

সেভ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন:
শেভিং ব্লেড পুরোপুরি ধারালো কি না নিশ্চিত করে নিন। ব্লেড বা রেজর মুখে ব্যবহারের আগে ভালো করে গরম পানি বা জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিন। এবার যত দূর সম্ভব ছোট ছোট স্ট্রোকে রেজর টানুন। উল্টো দিকে রেজর না টানাই ভালো। এতে ত্বকে সমস্যা দেখা দিতে পারে।

শেভ শেষ হলে ঠাণ্ডা পানি দিয়ে পুরো মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর ফিটকিরির টুকরো ভালো করে মুখে ঘষে নিন। এতে মুখের জীবাণু কাটাতে সাহায্য করবে। ফিটকিরির বদলে মুখে আফটার শেভ হিসেবে ভালো মানের তরল, বাম, স্যাভলন, লোশন ইত্যাদি যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

এবার একটু পরিষ্কার তুলায় ভালো মানের টোনার মেখে মুখ ও গলার ওপরের অংশে ভালো করে মুছে নিন।

প্রতিদিন বাইরে থেকে ফিরে সাবানের পরিবর্তে একটু বেসন দিয়ে ত্বক পরিষ্কার করুন।
সপ্তাহে অন্তত একদিন বেসনের সঙ্গে একটু চালের গুঁড়া মিশিয়ে নিন। মাত্র কয়েক মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এতে করে ত্বকের ময়লা দূর হবে, সঙ্গে পাবেন উজ্জ্বলতা, ব্রণও দূর হবে।

বাইরে যাওয়ার আগে ভালো মানের সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করুন। আর রাতে শুধু ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।