ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সি ফুডের জন্য হান্ডি ইন্ডিয়ান বিস্ট্র এন্ড রেস্টুরেন্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
 সি ফুডের জন্য হান্ডি ইন্ডিয়ান বিস্ট্র এন্ড রেস্টুরেন্ট সি ফুড

রাজধানীর বনানীতে হান্ডি ইন্ডিয়ান বিস্ট্র এন্ড রেস্টুরেন্টে যুক্ত হলো সি ফুড ও লাউঞ্জ। 

 'ফুড ফ্যাশন শো' এর মাধ্যমে শুক্রবার বিকেলে উদ্ধোধন করা হলো সি ফুড ও লাউঞ্জ।  
এসময় উপস্থিত ছিলেন ভাস্কর মৃণাল হক, সংগীতশিল্পী মেহরীন মাহমুদ, মডেল ও অভিনেত্রী সুজানা জাফর, আরজে নিরব, সোলায়মান সুখন।

তুলনা আর হারুনের কোরিওগ্রাফিতে এই ফুড ফ্যাশন শোতে পারফর্ম করেন একঝাক মডেল জুটি ।  

এখানে মিউজিক সিস্টেম, ঐতিহ্যবাহী কাসা পিতলের পরিবেশন পাত্র, ইরানী মার্বেল সজ্জিত দৃষ্টিনন্দন ইন্টেরিয়র আলাদাভাবে নজর কাড়বে।  
প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সি ফুডের নানা আয়োজন থাকছে এখানে।  

প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার  লাবনী আহমেদ বলেন, এখানে রন্ধনপ্রণালী এবং পরিবেশনে মানসম্মত এবং স্বাস্থ্যকর বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হয়। শতাধিক জনপ্রিয় ইন্ডিয়ান আইটেমের পাশাপাশি এখন পাবেন স্বাস্থ্যকর সিফুডের ভিন্ন স্বাদ।  

যোগাযোগ: বাড়ি-৬৮, রোড-১০, ব্লক-ডি, বনানী, ঢাকা ১২১৩
মোবাইল: ০১৯৫০-০১৫০৭৭

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।