ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গরমে গামছা পোশাক নিপুণে  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২, ২০১৭
গরমে গামছা পোশাক নিপুণে   গরমে গামছা পোশাক নিপুণে  

দেশীয় কাপড়ের ফ্যাশনকে নতুন করে তরুণদের জনপ্রিয় করতে গরমে ফ্যাশন হাউস নিপুণ নিয়ে এসেছে গামছাকে।

নিপুণ শুধু গামছার মতো দেখতে ফেব্রিককেই নয়, তাদের এ নতুন ফ্যাশন ট্রেন্ডে ব্যবহার করেছে মূল গামছাকেই। তারুণ্যকে প্রাধান্য দিয়ে প্রোডাক্ট করা হয়েছে তাদের পছন্দ অনুযায়ী।

 

শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবির পাশাপাশি রয়েছে বটুয়া, ব্যাগ, পার্স ব্যাগ, অলংকার, মেয়েদের স্টাইলিস্ট টুপি, ছেলেদের জন্য উত্তরীয়।  

আরাম পেতে কুর্তি করা হয়েছে একটু ঢিলেঢালা করে, নিচের দিকটা করা হয়েছে মুন শেপ, পেছনে ওভাল শেপের। এমনকি গামছা দিয়ে শেরওয়ানিও করা হয়েছে।  

নিপুনের সবগুলো শোরুমে পাওয়া যাচ্ছে গামছায় তৈরি পোশাক।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।