ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ওমেন্স ডল এ বৈশাখী অফার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ওমেন্স ডল এ বৈশাখী অফার ওমেন্স ডল এ বৈশাখী অফার

চিরায়ত বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ যেন কড়া নাড়ছে। এ কারণেই চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। আর এ উৎসবে নিজেদের সামিল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ওমেন্স ডল।

আটপৌড়ে শাড়িতে বাঙালি ললনার সাজ এখন বৈশাখের অন্যতম সাজে পরিণত হয়েছে। ব্যস্ততার কারণে অনেকেরই পছন্দের এ বাঙালিয়ানা সাজগুলো নেওয়ার সুযোগ হয় না।

আবার অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও সাজের ধরণগুলো বুঝে উঠতে পারেন না। তাদের জন্যই ওমেন্স ডল এ বৈশাখে রাখছে দারুণ সব অফার। খুব সহজেই এবং দ্রুততম সময়ে আটপৌড়ে বাঙালি সাজে নিজেকে রাঙাতে পারবেন ওমেন্স ডল এ।

বৈশাখী সাজ থেকে শুরু করে অন্যান্য সাজেও থাকছে ২০-২৫ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া প্রত্যেকের জন্য থাকছে ওমেন্স ডল-এর পক্ষ থেকে সৌজন্যমূলক বৈশাখী উপহার। আর পহেলা বৈশাখের দিন নানা রকম আয়োজনে মুখরিত থাকবে ওমেন্স ডল-এর প্রতিটি শাখা।

যোগাযোগ: ওমেন্স ডল, ঢাকা ব্রাঞ্চ: ১, লেক সার্কাস কলাবাগান, ধানমণ্ডি, ঢাকা।
রাজশাহী ব্রাঞ্চ: ১, ফায়ার সার্ভিস মোড়, রাজশাহী। মোবাইল নম্বর: ০১৭৬৬ ৮৫০৬০৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।