ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লা রিভের নতুন শাখা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
লা রিভের নতুন শাখা লা রিভের নতুন শাখা

আরও বড় পরিসরে ৫,০০০ স্কয়ার ফুটের নতুন স্টোর চালু করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফ স্টাইল ব্র্যান্ড লা রিভ। 

সম্প্রতি রাজধানীর ওয়ারী এলাকায় রাঙ্কিন স্ট্রিটে সম্প্রতি চালু হওয়া এই স্টোর লা রিভ-এর ১৩ তম বিক্রয়কেন্দ্র।

লা রিভের নতুন স্টোরটি উদ্বোধন করেন ডিরেক্টর–ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, মন্নুজান নার্গিস।

তিনি বলেন, তারুণ্যের আগ্রহ ও ক্রমবর্ধমান গ্রাহক-ক্রেতাদের কেনাকাটা আরও সহজ এবং হাতের নাগালে নিয়ে আসতে নতুন এই শোরুম চালু করা হয়েছে।

মন্নুজান নার্গিস আরও বলেন, লা রিভের ওয়ারী আউটলেটে নারী, পুরুষ, শিশু ও নবজাতকদের জন্য পোশাকের আলাদা গ্যালারি রয়েছে। পোশাক ছাড়াও এখানে রয়েছে ব্যাগ, ঘড়ি, বেল্ট ও অলংকারের বিশাল সম্ভার।  

বনশ্রী, ধানমন্ডি, মিরপুর-১, উত্তরা, ওয়ারী, বাসাবো, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ এবং সিলেটে লা রিভের আউটলেট রয়েছে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।