ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফ্যাশন ফেস্টিভ্যাল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ফ্যাশন ফেস্টিভ্যাল ফ্যাশন ফেস্টিভ্যাল

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সারা বছর অপেক্ষার পরে আমাদের বৈশাখ বরণের জন্য প্রথমেই চাই নতুন পোশাক।

আর দেশীয় পোশাকের বিশাল সম্ভার নিয়ে দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) আয়োজন করছে পাঁচ দিনের ফ্যাশন ফেস্টিভ্যাল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় ৩ এপ্রিল শুরু হচ্ছে এই বর্ণাঢ্য ফ্যাশন ফেস্টিভ্যাল।

এ উপলক্ষে ৩১ মার্চ শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ফ্যাশন ফেস্টিভ্যালের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) এর সভাপতি আজহারুল হক  আজাদ বলেন, ‘দেশিয় ফ্যাশন ইন্ডাস্ট্রি আবার সুদিনের প্রত্যাশায় নতুনভাবে পথ চলতে শুরু করেছে। বিদেশি পোশাকের আগ্রাসন স্বত্বেও  আমরা দেশীয় পোশাকের উদ্যোক্তারা চাই দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির চর্চা সবার মাঝে ছড়িয়ে যাক। এছাড়াও আমরা শাহাদাত চৌধুরীর নামে আজীবন সম্মাননা পুরস্কার চালু করছি প্রথমবারের মতো। ’

এবারই প্রথম ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) উদ্যোগ নিয়েছে ফ্যাশন সাংবাদিকতার পথিকৃত  ও প্রাণপুরুষ, বীর মুক্তিযোদ্ধা, সাপ্তাহিক বিচিত্রা সম্পাদক শাহাদাত চৌধুরী’র নামে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের। ফ্যাশন জগতের কৃতী ব্যক্তিদের অবদান স্বরূপ উদ্যোক্তা ও ডিজাইনার, এই দুই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এবার সম্মাননা পাচ্ছেন নিপুন ক্রাফটসের ব্যবস্থাপনা পরিচালক আফরাফুর রহমান ফারুক ও ডিজাইনার ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন চন্দ্র শেখর সাহা। আগামী ৩ এপ্রিল ফ্যাশন ফেস্টিভ্যাল উদ্বোধনীর দিনে দুই বিজয়ীর হাতে সম্মাননা তুলে দেয়া হবে।


ফেস্টিভ্যালে টাঙ্গাইল শাড়ি কুটির, কে ক্রাফট, শৈল্পিক ক্রাফট, মিয়া বিবি, এবি ফ্যাশন মেকার, এম ক্রাফট, রঙ বাংলাদেশ, অঞ্জনস, সাদাকালো, কুমুদিনী, বাংলার মেলা, দেশাল, কাপড় ই বাংলা, সৃষ্টি,  নন্দন কুটির, নিপুণ ক্রাফট, অরণ্য ক্রাফট, নিত্য উপহার, শিবনী, মেঘ, ফোর ডাইমেনশনস অংশ নিচ্ছে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।