ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নারী দিবসে লা মেরিডিয়ানের বিশেষ আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
নারী দিবসে লা মেরিডিয়ানের বিশেষ আয়োজন নারী দিবসে লা মেরিডিয়ানের বিশেষ আয়োজন

নারীদের গৌরব ও সাফল্যের স্বীকৃতি দিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লা মেরিডিয়ান বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে।

লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি, মেডিটেরিয়ান রেস্টুরেন্ট ওলেয়া, ল্যাটিটিউড ২৩ ও ইটালিয়ান রেস্টুরেন্ট ফ্যাভোলাতে নারী অতিথিরা টেবিল বুকিং দিলেই উপভোগ করতে পারবেন ২০ শতাংশ ছাড়।

অতিথিরা ৮ মার্চ এ আয়োজন উপভোগ করতে পারবেন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

নারীদের জন্য দিনটিকে স্মরণীয় করে রাখতেই লা মেরিডিয়ান ঢাকার এ আয়োজন।

বিশেষ এ আয়োজন সম্পর্কে লা মেরিডিয়ান কর্তৃপক্ষ জানায়, একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে লা মেরিডিয়ান ঢাকা মনে করে অতিথি সেবা খাতে নারীদের অবদান উল্লেখযোগ্য। তাদের সাফল্যও অনেক এবং তাদের এ সফলতা নতুনদের ক্যারিয়ার তৈরিতে অনস্বীকার্য ভূমিকা রাখছে।

ফুড়িয়ে যাবার আগেই টেবিল বুক করতে অথবা আরও বিস্তারিত জানতে- ০১৯৯০ ৯০০৯০০ অথবা ০১৭৬৬৬ ৬৭৩৪৪৩ এ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।