ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় পিঠা উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
লা মেরিডিয়ান ঢাকায় পিঠা উৎসব লা মেরিডিয়ান ঢাকায় পিঠা উৎসব

কুয়াশাচ্ছন্ন সকালে কিংবা সন্ধ্যার হিমেল বাতাসে মৌ মৌ করা নানা রকম পিঠার স্বাদ নেওয়া ভোজনরসিক বাঙালির ঐতিহ্যের অংশ।

শীত মানেই উৎসব, আর এ উৎসবকে আরও রঙিন করতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে তিন দিনব্যাপী পিঠা উৎসব।

লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে অতিথিরা এ আয়োজন উপভোগ করতে পারবেন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে শনিবার (২১ জানুয়ারি) ২০১৭ পর্যন্ত।

   

রেগুলার বুফে ডিনারের সঙ্গে তিন দিনব্যাপী এ আয়োজনের পুরোটা জুড়েই থাকছে বাহারি পিঠার বিশাল সম্ভার।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে জনপ্রতি ৩৬০০ টাকায় বুফে ডিনারের সঙ্গে পিঠার এ বিশেষ অফার উপভোগ করা যাবে।  
 
এছাড়াও অতিথিদের জন্য ল্যাটিটিউড ২৩ লবি লাউঞ্জে ২৪ ঘণ্টাই থাকবে পিঠার কম্বো প্লেট (৩টি পিঠা + মাসালা টি অথবা কোমল পানীয়)। প্রতি কম্বো প্লেট উপভোগ করা যাবে ৫৫০ টাকায়।

উৎসবে দেশি ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি ফ্রান্স, ভারত, ইটালির মাস্টার শেফদের রেসিপি’র সংমিশ্রনে পিঠার নতুন নতুন সংস্করণ ও পরিবেশন করা হবে।

০১৯৯০৯০০৯০০ অথবা ০১৭৬৬৬৬৭৩৪৪৩ নম্বরে কল করে জানা যাবে বিস্তারিত।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।