ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সবার জন্য পটুয়া

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১
সবার জন্য পটুয়া

রাজধানীর বাইরের ফ্যাশন হাউসগুলোও ঈদ আয়োজনে পিছিয়ে নেই। তারাও ঈদ সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করেছে।

এমনই একটি ফ্যাশন হাউস ‘পটুয়া’। নারায়ণঞ্জের মধ্যবিত্তদের চাহিদা পূরণ করতেই চাষাঢ়ার বেইলি টাওয়ারের তৃতীয় তলায় প্রায় চার বছর আগে এই ফ্যাশন হাউসটি যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানটির কর্ণধার অমল আকাশ জানান, ক্রেতাদের সাধ্যের মধ্যে মানসম্পন্ন পোশাক পৌঁছে দিতেই তাদের যত চেষ্টা।  

ঈদের কেনাকাটা এখনও সেভাবে জমে না উঠলেও তিনি আশা করেন, কয়েক দিনের মধ্যেই ক্রেতা সমাগম বাড়বে।

হাউসটিতে শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই রয়েছে পছন্দ মতো রুচিশীল পোশাক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।