ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আইসক্রিম উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
আইসক্রিম উৎসব

লাল-নীল-সাদা হরেক রং-এর মেলা, ঠাণ্ডা ঠাণ্ডা আইসক্রিম নিয়ে ঈদের পরদিন ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইগলু আইসক্রিম উৎসব।

এই প্রথম একসঙ্গে ঢাকা এবং কক্সবাজারে ইগলু আইসক্রিম উৎসবের আয়োজন করছে আয়োজক প্রতিষ্ঠান কুইক বাইট।

রাজধানীর ইম্যানুয়েলস কনভেনশন সেন্টার, সীমান্ত স্কয়ার মার্কেট,ধানমন্ডিতে শুরু হওয়া উৎসবটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

আর কক্সবাজারের দি হোটেল কক্স টুডে তে উৎসবটি চলবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ইচ্ছামত আইসক্রিমের স্বাদ নিতে পারবেন অতিথিরা।

আনলিমিটেড আইসক্রিম খেতে জনপ্রতি খরচ হবে  ৫০০ টাকা।  উৎসবে আইসক্রিমপ্রেমীদের জন্য আইসক্রিম খাওয়ার পাশাপাশি লাইভ মিউজিক পারফরমেন্স, ফটো কনটেস্ট, সেলফি কনটেস্টসহ আকর্ষণীয় নানা আয়োজন রয়েছে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।