ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছাড়ে ঈদের পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
ছাড়ে ঈদের পোশাক

ক্যাটস আই- স্টোরগুলোতে এসেছে পাঞ্জাবি, শার্ট, চিনো বটম, জিন্টস, পলো বা টি শার্টের ফরমাল ও ক্যাজুয়াল লাইন।  

ওভেন, নিট ও সিঙ্গেল জার্সি কাপড়ের এসব পোশাকে থাকছে স্লিম ফিট প্যাটার্ন ও ডিজাইনেও থাকছে সমকালীন ট্রেন্ড।

মেয়েদের জন্য থাকছে সিম্পল প্যাটার্নের টিউনিক কুর্তি বা কামিজ।  

কো ব্র্যান্ড মুনসুন রেইনে থাকছে কাপড় ও কলার বৈচিত্র্যে ফিটিংস পাঞ্জাবি। ঈদের কেনাকাটায় বাড়তি স্বাধীনতা এনে দিতে ক্যাটস আই দিচ্ছে দুটি পণ্য কেনায় পরবর্তি পণ্যে ২০ ভাগ ছাড়ের সুযোগও থাকছে জাপান গার্ডেন সিটি, বসুন্ধরা সিটি, গুলশান ২ ও যমুনা ফিউচার পার্ক আউটলেটে।  

পাশাপাশি রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের ক্লিয়ারেন্স আউটলেটে ৫০শতাংশ পর্যন্ত ছাড়ে ক্যাটস আই পণ্য কেনার এ সুবিধাতো থাকছেই।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।