ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আইসক্রিম!!!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
আইসক্রিম!!!

গরমের আইসক্রিম আর রুটি নিয়ে লা মেরিডিয়ান ঢাকায় সপ্তাহব্যাপী শুরু হলো‘সুইট এলিভেশন’।  

১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘সুইট এলিভেশন’ শিরোনামের এই আয়োজনে  ১৮টি ফ্লেভারের আইসক্রিম  আর ৭ রকম সিগনেচার রুটি থাকছে।

 

চকলেট, রোচা, পেস্তা, স্ট্রবোরি, নারকেলএবং চিনাবাদাম, মাখন, ব্লূ বেরিইয়োগাট, ও ওরিও, বাটার স্কচ স্বাদের  আইসক্রিম এর পাশপাশি থাকছে কেক ও প্রেস্টির সমাহার।  

ল্যাটিটিউড ২৩ লবি লাউঞ্জে  ২৪ ঘণ্টাই থাকবে এই খাবারের ‍আয়োজন।  

আইসক্রিম প্রতি স্কুপ ৩০০++ টাকা, প্রতি ২৫০ গ্রামরুটি পাওয়া যাবে ৫০০ ++ আর কেক ও পেষ্টির অফার শুরু হবে ৪০০++।  
সবার জন্য থাকছে একটি কিনলে একটি ফ্রি অফার ।

যোগাযোগ ০১৯৯০৯০০৯০০/ ০১৭৬৬৬৭৩৪৪৩ নম্বরে।


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।