ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গ্রামীণ ইউনিক্লো'র ঈদ কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
গ্রামীণ ইউনিক্লো'র ঈদ কালেকশন

ঈদের খুশিতে প্রতিটি মানুষই চায় প্রতি মুহূর্তে আনন্দে থাকতে। তাই উৎসবের বিভিন্ন মুহূর্তগুলোকে রঙ্গিন করতে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে ঈদ কালেকশন।

 

ঈদ উপলক্ষে গ্রামীণ ইউনিক্লোতে ছেলেদের লিনেন শার্ট পাচ্ছেন ১৪৯০টাকায়, পোলোশার্ট ৯৯০, বিভিন্ন জিনস রয়েছে ১৫৯০ টাকায়।  
এছাড়া মেয়েদের কামিজ পাবেন ১৬৯০ ও ২৪৯০ টাকায়। কামিজের সাথে মানানসই লেগিংস পাবেন ৩৫০ ও পালাজ্জো ৭৯০টাকায়।
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি কোনাকাটায় দিচ্ছে ‍আকষর্ণীয় ছাড়।  

বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড় (এলিফ্যান্ট রোড), খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড এবং গুলশান বাড্ডা লিংক রোডে গ্রামীণ ইউনিক্লো আউলেট শোরুম রয়েছে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।