ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বলিরেখা দূর করতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
বলিরেখা দূর করতে

পাঠক বন্ধু অর্নব জানিয়েছেন, তার বয়স ৩০ বছর। অথচ এই বয়সেই কপালে বলিরেখা পড়ে যাচ্ছে।

তিনি এই সমস্যার সমাধান চেয়েছেন।  

এ সমস্যার সমাধানে সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম বলেন, কপালে বলিরেখা দূর করতে বিউটিপ্যাক ব্যবহার করা যেতে পারে।  

চন্দন, শঙ্খসহ, মধু দিয়ে দিয়ে তৈরি বিউটিপ্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলেই বলিরেখা দূর করতে বেশ কাজে দেয়। এটা ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। তাহলে মুখ হালকা টানটান হবে। ফলে ওই বলিরেখা দূর হবে।  

ত্বক পরিস্কার করে অ্যালোভেরা জেল ত্বকের বলিরেখার ওপরে লাগিয়ে রাখুন উপকার পাবেন।  

ফারনাজ বলেন, সব সময় আড় চোখে দেখা, ভ্রু আর কপাল কুঁচকে তাকানো, অতিরিক্ত হাসির কারণেরও মুখে বলিরেখা দেখা দিতে পারে। অনেকেই না বুঝে নিজে নিজেই বিভিন্ন মুখের ব্যায়াম করে মুখের ত্বক ঠিক রাখার জন্য। কিন্তু এ ধরণের ব্যায়াম কখনই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া করা উচিত নয়।  

বন্ধুরা আপনাদের সমস্যা বিস্তারিত আমাদের লিখে জানান।

বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের তত্বাবধানে যে কোনো ধরনের সমস্যার সমাধান করে দেয়া হবে। দেয়া হবে সঠিক পরামর্শ, প্রয়োজনীয় সেবা আর সবই পাবেন বাংলানিউজের উপহার হিসেবে। নিজেকে পারফেক্ট করে নিন। হয়ে উঠুন আরও সুন্দর, আকর্ষণীয়। মাথা উচু করে কনফিডেন্স নিয়ে চলুন।  

বাংলানিউজ ও ওমেন্স ওয়ার্ল্ডের নিয়মিত সৌন্দর্য সেবার এই আয়োজনে নির্বাচিতদের সমস্যা ও সমস্যার সমাধানের পরের অবস্থা ও অনুভুতি তুলে ধরা হবে বাংলানিউজে।  

আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, সমস্যা লিখে জানান, [email protected] অথবা  https://www.facebook.com/bnlifestyle 

সঙ্গে উল্লেখ করুন-নাম, বয়স ও ফোন নাম্বার।

ছবি: ফারনাজ আলম (পরিচালক ওমেন্স ওয়ার্ল্ড)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।