ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এক্সট্যাসি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
 সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এক্সট্যাসি

লাইফস্টাইল স্টোর এক্সট্যাসির কো ব্র্যান্ড তানজিম তরুণদের জন্য গ্রীষ্মে এনেছে ডেনিম এর বিশেষ লাইন।  

ডেনিম ওয়াশ এবং প্যাটার্ন ভিন্নতা থাকছে তানজিম ব্র্যান্ডের এসব বটম-এ।

তবে, শুধুই পণ্য বিক্রি নয় এবার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করবে এক্সট্যাসি।  

সকল এক্সট্যাসি স্টোরের শুধু তানজিম ডেনিম বিক্রির একটি অংশ জাগো ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিমাসে নূন্যতম ৫০ জন পথ শিশুর জন্য ব্যয় করা হবে।  

এক্সট্যাসির শীর্ষ নির্বাহী এবং তানজিম ব্র্যান্ডের প্রধান ডিজাইনার তানজিম হক জানান, সামাজিক দায়বোধ থেকে সমাজের সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য এটি একটি উদ্যোগ। যেহুতু লাইফস্টাইল স্টোর এক্সট্যাসির  সেরা বিক্রির তালিকায় রয়েছে তানজিম ডেনিম তাই এটি বিক্রির লভ্যাংশই আমরা দিয়ে দিচ্ছি সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য।  

তিনি বলেন, যতো পণ্য বিক্রি হবে ততো বেশি শিশুদের প্রতি মাসের ব্যয় আমরা বহন করতে পারবো। শুরুতে ৫০ জন এধরনের শিশুকে সাহায্য করবো আমরা।  

লাইফস্টাইল স্টোর এক্সট্যাসির সবগুলো শোরুমে তানজিম ব্র্যান্ডের প্রতিটি ডেনিম পণ্য পাওয়া যাবে ২৩৮০  থেকে ২৫৮০ টাকার মধ্যে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।