ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মন্টে কার্লোর বর্ষপূর্তিতে তারার মেলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
মন্টে কার্লোর বর্ষপূর্তিতে তারার মেলা

রাজধানীর বনানীর ১১ নং সড়কে নিজস্ব শোরুমে উদযাপিত হলো ফ্যাশন হাউস মন্টে কার্লোর প্রথম বর্ষপূর্তি।  

সম্প্রতি কেক কেটে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্টে কার্লোর ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান দিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতীয় হাইকমিশনের কনস্যুলার রামাকান্ত গুপ্তা।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুন্নাহার, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক নিরব, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, র‌্যাম্প মডেল হীরা, রুমাসহ একঝাঁক তারকা।

এসময় মন্টে কার্লোর ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান দিপু ক্রেতা এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্টে কার্লোর পোশাকের কদর বিশ্বব্যাপী। বাংলাদেশেও গত এক বছরে আমরা দারুণ সাড়া পেয়েছি। ক্রেতাদের কথা মাথায় রেখে আসছে ঈদ উপলক্ষে সেরা কালেকশন দিয়ে সাজানো হয়েছে মন্টে কার্লোর শোরুম। ঈদে আমাদের সেরা আকর্ষণ লুধিয়ানার এক্সক্লুসিভ পাঞ্জাবি।

বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনের জন্য সব পোশাকে ২০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।