ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

যুগলবন্দি পোশাক নিয়ে অঞ্জন’স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
যুগলবন্দি পোশাক নিয়ে অঞ্জন’স

ঈদ মানেই উৎসবের রঙে নিজেকে রাঙানো। তবে আধুনিক তারুণ্যের মধ্যে যারা বর্ণিল রঙে যুগপৎ রাঙাতে চান অঞ্জন’স তাদের জন্য এনেছে যুগলবন্দি ডিজাইনার কালেকশনস।

 

এতে পরিবারের সকলের উপযোগী করে পোশাকের আনা হয়েছে।  
সালোয়ার কামিজ আর কুর্তার প্যাটার্নে এবার থাকছে লং এবং গাউন স্টাইল, কিছু কাটিং-এ থাকছে ঘের এবং বডি ফিটিংস। পাশাপাশি ঈদের পোশাক হিসেবে থাকছে শার্ট, পাঞ্জাবি, কুর্তা, গয়নাসহ লাইফস্টাইলের রকমারি প্রোডাক্ট।  
আর অঞ্জন’স-এর শাড়ি তো সব সময়ই আলাদা ডিজাইনের, আরামদায়ক আর সবার কাছে আকর্ষণীয়।  

দেশিদশ, ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রামসহ দেশের সবগুলো আউটলেটে অঞ্জন’স-এর ঈদ কালেকশনগুলো পাওয়া যাচ্ছে।  
ঈদ কালেকশন ফেসবুকেও দেখতে পারেন: https://www.facebook.com/anjans.bd/?fref=ts 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।