ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মাত্র দুই মিনিটে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ৭, ২০১৬
মাত্র দুই মিনিটে 

পুরো রমজান মাসে মাত্র দুই মিনিটে তৈরি করা যায় এই পুষ্টিকর পানীয়ের রেসিপিগুলো পাঠিয়েছেন পাঠক বন্ধুর লাবণ্য।  

ম্যাংগো মিল্ক শেক 

পাকা আম ৪ টি, মধু ৩ টেবিল চামচ, ভ্যানিলা ইসক্রিম ৪ স্কুপ, দুধ ৬ কাপ, বরফ কুচি।

 

আম কুচি করে কাটুন। ব্লেন্ডারে আমের সঙ্গে মধু , দুধ ও আইসক্রিম দিয়ে মিশিয়ে ব্লেন্ড করুন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।


কমলার শরবত 

উপকরণ : কমলা ৪টি, চিনি ২ টেবিল চামচ, পানি ১০০ মিলি।  

প্রণালী: প্রথমে কমলাগুলো ছিলে নিতে হবে। তারপর চিনি ও পানি দিয়ে একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে ভালোভাবে ছেঁকে নিতে হবে। একটি স্বচ্ছ গ্লাসে শরবত ঢেলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।


স্ট্রবেরি জুস

উপকরণ :দই ২৫০ গ্রাম, পানি ২৫০ গ্রাম, স্ট্রবেরি ৪টা, চিনি পছন্দমতো।  

যেভাবে তৈরি করবেন 
প্রথমে ব্লেন্ডারে দই দিন।  
এরপর স্ট্রবেরি, পানি ও চিনি দিয়ে ব্লেন্ড করুন।  
ফ্রিজে কিছুক্ষণ রেখে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।


লাচ্ছি 

উপকরণ: দই এক কাপ, চিনি ২ টেবিল চামচ, ঠাণ্ডা পানি ১ কাপ, বরফ কুচি , গোলাপ জল।  

প্রণালী: দই ফেটে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর চিনি মেশান। গোলাপ জল ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

বন্ধুরা চাইলে আপনারাও পাঠাতে পারেন পছন্দের কোনো রেসিপি।  রেসিপির সঙ্গে নিজের নাম, ফোন নম্বর এবং এক কপি ছবি পাঠাতে হবে।

রেসিপি পাঠানোর ঠিকানা:
E-mail: [email protected]
ফেসুবক:  https://www.facebook.com/bnlifestyle  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।