ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছুটি উৎসব!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ১, ২০১৬
ছুটি উৎসব!

আজকে আমার ছুটি, আমার
শনিবারের ছুটি।
কাজ যা আছে সব রেখে আয়
মা তোর পায়ে লুটি।

রবি ঠাকুরের ছুটির দিনে কবিতার মতোই আগামী ৪ জুন শনিবার ছুটি উৎসব আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। গরমের ছুটিতে স্কুল বন্ধের গৎবাঁধা দিনগুলো থেকে ছুটি নিয়ে একটি দিন বাবা-মা তাদের সন্তানকে নিয়ে মেতে উঠতে পারেন এই ছুটি উৎসবে।

সারা বিশ্বের লা মেরিডিয়ান পরিবারের ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশে আয়োজিত এ উৎসবে থাকছে শিশুদের আনন্দ উপভোগের নানা আয়োজন।

শনিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লা মেরিডিয়ানের ক্ষুদে অতিথিরা মেতে উঠতে পারবে মজার সব আয়োজনে। পাস্তা তৈরির প্রশিক্ষণ, এক্লেয়ার আর্ট টিউটোরিয়াল, টি পার্টি এবং কমিউনিটি আর্ট প্রজেক্ট আয়োজনগুলোতে মাত্র ৩০ জন শিশু অংশগ্রহণের সুযোগ পাবে।  

প্রতিদিনের খেলার জগত থেকে বেরিয়ে এসে আটা-ময়দা দিয়ে সত্যিকারের পাস্তা তৈরি শিশুদের বাড়তি আনন্দ দেবে।
 
এক্লেয়ার আর্ট প্রশিক্ষণেরও চমৎকার সুযোগ থাকছে এদিন। এলিসের টি পার্টির মতো সন্ধ্যায় ক্ষুদে অতিথিদের জন্যই থাকবে টি পার্টির আয়োজন। তাছাড়া পরিবারের সবাইকে নিয়ে বলরুমে বড় পর্দায় সিনেমা দেখা, পুতুল নাচ ও ছবি আঁকার আয়োজনও থাকছে।  

এই আয়োজনে ১২ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ এবং অংশগ্রহণ একদম ফ্রি।  

লা মেরিডিয়ানের গরমের ছুটি উৎসবেরসহ আয়োজক ফান ফ্যাক্টরি রাইডস।
যোগাযোগ: +৮৮০১৯৯০৯০০৯০০
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।