ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাংলাদেশে পায়াস কসমেটিকসের যাত্রা শুরু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৬
বাংলাদেশে পায়াস কসমেটিকসের যাত্রা শুরু

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করলো ইউরোপের বিখ্যাত ব্র্যান্ড পায়াস।

এখন থেকে বিশ্বখ্যাত এ ব্র্যান্ডটির বিভিন্ন কসমেটিকস রাজধানীসহ দেশের বড় বড় শপিংমল বা মেগামলগুলোতে পাওয়া যাবে।

শনিবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্ট্রারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পায়াসের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পায়াসের ম্যানেজিং ডিরেক্টর প্রকাশ আফতানি, কান্ট্রি ডিরেক্টর রিগেল আরমান, বিশিষ্ট কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, কাজী কামরুল, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, বিপ্লব সাহা, রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন, অভিনেত্রী মৌসুমি হামিদ, বিজরী বরকত উল্লাহ, উপস্থাপিকা শারমিন লাকী, নাফিসা কামাল ঝুমুর, বেনজির ইশরাত, শেহতাজ মুনিরা, তানজিন তিশা, মডেল রুমা, জনি, রাতুল, বিখ্যাত আলোকচিত্রী আবু নাসেরসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন পায়াস কসমেটিকসের কান্ট্রি ডিরেক্টর রিগেল আরমান। তিনি বলেন, মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের প্রসাধন সামগ্রী বাজারজাত করবে পায়াস। আমাদের সব পণ্যই পোল্যান্ডে তৈরি। এরই মধ্যে পায়াস বাংলাদেশসহ বিশ্বের ৩৬টি দেশে পণ্য সরবরাহ করছে। সবার কাছে গুণগতমানের কসমেটিকস পৌঁছে দিতে চাই। ভালোমানের পণ্য সরবরাহ করে আস্থা অর্জন করতে চাই।

জমকালো এ আয়োজনে মোট দু’টি কিউতে ফ্যাশন শো, নাচ পরিবেশনার পর কেক কেটে পায়াসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ফ্যাশন শোর প্রথম কিউটি সাজানো হয়েছে শাহরুখ আমিনের নজরকাড়া ডিজাইনের পোশাক আর বান্থাই পার্লারের কাজী কামরুলের মেকআপে। স্টেজে একে একে আসেন ইমি, রিবাসহ এ সময়ের জনপ্রিয় র‍্যাম্প মডেলরা। প্রথম কিউয়ের পর মন মাতানো নাচ পরিবেশন করেন টিপটিপ ও অনন্যা বড়ুয়া। এরপর শুরু হয় ফ্যাশন শোর দ্বিতীয় কিউ। দর্শকদের জন্য একেবারে ভিন্ন ব্রাইডাল কনসেপ্ট নিয়ে হাজির হন বিশ্বরঙ-এর ফ্যাশন ডিজাইনার ও কর্ণধার বিপ্লব সাহা।

মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের অনুসারীদের বৌয়ের সাজ দেখান তারা। র‍্যাম্পে বৌ সেজে হাঁটেন জনপ্রিয় র‍্যাম্প মডেল রুমা, তানহা, অর্পিতাসহ অনেকে। সব শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে বাংলাদেশে পায়াসের শুভ যাত্রা ঘোষণা করেন। এরপর নৈশ্যভোজের মধ্য দিয়ে শেষ হয় পায়াসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

কসমেটিকস ব্র্যান্ড পায়াস সম্পর্কে বিউটি পার্লার রেড-এর কর্ণধার ও রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ইউরোপসহ বিশ্বের অনেক দেশেই পায়াসের সুনাম রয়েছে। এমন বিখ্যাত একটি ব্র্যান্ড আমাদের দেশে যাত্রা শুরু করায় বিউটি সেক্টরে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।