ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রয়োজনীয় সব পণ্য নিয়ে মি অ্যান্ড মম

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
প্রয়োজনীয় সব পণ্য নিয়ে মি অ্যান্ড মম

শিশুদের জন্য সব ধরনের পণ্য এখন মিলবে মি অ্যান্ড মমে। বর্তমানে তাদের মোহাম্মাদপুর এবং উত্তরার রয়েছে দুটি বিশাল শিশু পণ্যের সম্ভার।

তিন তলা বিশিষ্ট মি অ্যান্ড মম-এর বিশেষ এই প্লাজায় থাকছে শিশুদের জন্য পোশাক, পার্টি পোশাক, জুতা, খেলনা, উপহার সামগ্রী, শিশুদের খাবার, এক্সেরসরিজসহ নানা পণ্য।  

শিশুর ঘর সাজিয়ে তুলতে হরেক রকম ফার্নিচারও পাবেন এখানে। বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য দিয়ে সাজানো হয়েছে মি এন্ড মম।  

মি অ্যান্ড মমের ম্যানেজার আহম্মেদ জামিল বলেন, আমরা মা এবং তার শিশুর জন্য প্রয়োজনীয় এবং আরামদায়ক সব পণ্য দিয়ে সাজিয়েছি পুরো শোরুম। মানসম্মত এসব  পণ্য আপনার শিশুকে রাখবে সম্পূর্ণ নিরাপদ।  
ঠিকানা: মি এন্ড মম, বাড়ি-২৯, সেক্টর-৭, সোনারগাঁও জনপদ রোড, উত্তরা।
ফোন: ০১৭৫৫ ৫৮৫ ৬৪২।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।