ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এফএলজে ফোরামের আহ্বায়ক কমিটি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এফএলজে ফোরামের আহ্বায়ক কমিটি 

দেশের ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা ও নিজেদের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছিল। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটলো।

 

সম্প্রতি রাজধানীর একটি রেঁস্তোরায় আলোচনার মাধ্যমে ফ্যাশন ও লাইফস্টাইল সাংবাদিকদের সংগঠন এফএলজে ফোরাম গঠন করার ঘোষণা দেয়া হয় হয়।  
দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে ‘ফ্যাশন-লাইফস্টাইল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ বা সংক্ষেপে এফএলজে ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।  
কমিটিতে রঞ্জু চৌধুরীকে [সমকাল] আহ্বায়ক ও হিমেল চৌধুরীকে [যুগান্তর] সদস্য সচিব ঘোষণা করা হয়।  

এছাড়া প্রাথমিক কমিটির অন্য পাঁচ সদস্য হলেন কঙ্কা করিম [নিউএজ], শেখ সাইফুর রহমান [ফ্যাশন কলামিস্ট], মহসীনা লাইজু [কালের কন্ঠ], খালেদ আহমেদ [ইত্তেফাক] এবং আশরাফুল ইসলাম রানা  [ভোরের কাগজ]। আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত কমিটি ঘোষণা করবে।  

সভায় সংগঠনের রূপরেখা, লক্ষ্য উদ্দেশসহ গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।