ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সুইসুতায় গ্রীষ্মের আবহ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
সুইসুতায়  গ্রীষ্মের আবহ

গ্রাম ছাড়িয়ে নগরে ও এখন বসন্তের শেষে গ্রীষ্মের আবহ। গ্রীষ্মের এই মৌসুমে ফ্যাশন হাউস সুইসুতা নিয়ে এসেছে বাহারি সব ডিজাইনের গরম উপযোগী আকর্ষণীয় পোশাক।



টি  শার্ট,   পলো- শার্ট,   ও  শার্টসহ তরুণদের জন্য সব ধরনের   পোশাককের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠছে সুইসুতা। প্রতিটি পোশাক আলাদা গুরুত্ব দিয়ে তৈরি করছে বলেই সবার কাছে প্রিয় হতে পারছে প্রতিষ্ঠানটি।

সুইসুতার কর্ণধার এবং ডিজাইনার অর্ক রহমান সুমন বলেন, এই গরম  উপলক্ষে হাল ফ্যাশনের চাহিদার কথা মাথায় রেখে নান্দনিক ডিজাইনের সব পোশাক তৈরি করেছি। আশা করছি পোশাকগুলো ক্রেতাদের দৃষ্টি কাড়বে।

ঠিকানা: ৩৪ ২য় তলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা -১০০০
০১৯১৩৭৪৪৪৫০, ০১৯১-৫২২৪৮৮২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।