ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অফিসে উৎসব!

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১, ২০১১
অফিসে উৎসব!

সারা বছর শুধু কাজ আর কাজ। এতো ব্যস্ততার মাঝে নতুন কাজের উৎসাহ দেয় একটি উৎসব।

অফিসের যে কোনো উৎসবে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আমার অফিসের উৎসব। সবাইকেই সামনে থেকে উৎসাহ দিতে হবে।

অফিসের উৎসবে কী করবেন:

যদি সম্ভব হয়, সবাই এক ধরনের পোশাক পরুন। এতে সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে।
   এই উৎসব আমাদের। একে সার্থক করার দায়িত্বও আমাদের।
*    উৎসবটি সুন্দর করতে সবাই আলোচনা করে প্রস্তুতি নিন
*    সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই উৎসব সফল হবে
*   উৎসবের দিন সময় মতো চলে আসুন
  কাজ, চিন্তা সব কিছুক্ষণের জন্য দূরে রাখুন।
   এবার মন খুলে আনন্দ করুন
*    সবার সঙ্গে মিশে যান
*    কোনো কারণে কারও ওপর মন খারাপ হলেও, নিজের এবং অন্যদের সময়টা যেন নষ্ট না হয়ে যায়, এটা মাথায় রেখে শান্ত থাকুন।

একটি দিনের বাঁধভাঙ্গা আনন্দ আমাদের পরবর্তী অনেক দিনের কাজের অনুপ্রেরণা যোগাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।