ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গুলশান শাড়ি মিউজিয়ামে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
গুলশান শাড়ি মিউজিয়ামে

বিয়ে, জন্মদিন, ঈদ, পুজা বা পহেলা বৈশাখ, ফাল্গুন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস জাতীয় বা ঘরোয়া যে কোনো আয়োজনের সাজে শাড়ি প্রতিটি বাঙালি নারীর প্রথম পছন্দ।

নানা উৎসবে নারীর পছন্দের কথা বিবেচনায় রেখে গুলশান শাড়ি মিউজিয়াম ঐতিহ্যবাহী দেশি-বিদেশি  শাড়ি দিয়ে সাজিয়েছে তাদের বসুন্ধরা সিটি ও গুলশান পিংক সিটির শোরুমগুলো।



এখানে কাতান, রাজশাহী সিল্ক, বেনারসি বিয়ের শাড়ি, তসর, খাঁদি, কোটা, ক্রেফ জরী প্রিন্ট, টাঙ্গাইল সিল্ক, ব্যাঙ্গালুর কাতান, সাউথ ইন্ডিয়ান সিল্ক, কাশ্মীরি সিল্ক, বালুচুরি, শিফন জরী প্রিন্ট, গরদ, চোশা, মনিপুরি থেকে শুরু করে পাওয়া যাবে টাকাই জামদানি ও তাতেঁর শাড়ি।

যেকোনো অনুষ্ঠানে পরার জন্য সব ধরনের ঐতিহ্যবাহী শাড়ির বিশাল সংগ্রহ রয়েছে গুলশান শাড়ি মিউজিয়ামে। জমকালো লেহেঙ্গা বা পার্টি ড্রেসও পাওয়া যায় এখানে।

যোগাযোগ: দোকান নং-৭৫, ৭৬ ব্লক- সি লেভেল -৪, মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটি লেভেল ১।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।