ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাড়ছে তথ্য-প্রযুক্তি বিষয়ক চাকরির জনপ্রিয়তা

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
বাড়ছে তথ্য-প্রযুক্তি বিষয়ক চাকরির জনপ্রিয়তা

দেশের অন্যতম জব পোর্টাল এভারজব’স-এ তথ্য-প্রযুক্তি বিষয়ক খাতে চাকরির জনপ্রিয়তাকে সবচেয়ে সম্ভাবনাময় বলে আখ্যায়িত করা হয়েছে।

সম্প্রতি তাদের অনুসন্ধান ডাটা ব্যবহার করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়- সেখানে বাংলাদেশের চাকরি বাজারের পরিবর্তন সম্পর্কে এ ধারণা দেওয়া হয়েছে।



চাকরি প্রার্থীদের কাছে জনপ্রিয় হিসেবে ব্যাংকিং ও সাংবাদিকতা পেশায় ক্যারিয়ার গড়তে ভাল সাফল্যে বয়ে আনবে।

উল্লেখ্য, চাকরি অনুসন্ধানীদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। তাদের কাছে পার্ট-টাইম কাজের গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে। ফুল-টাইম চাকরির পরিবর্তে প্রোজেক্ট-ভিত্তিক কাজের দিকে চাকরিপ্রার্থীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

এভারজব’স এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বার্ট ভ্যানডাইক বলেন, বাড়তি জনসংখ্যা ও শিক্ষা প্রবৃদ্ধি চাকরি দাতা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় সুযোগ, যার জন্য শিক্ষা ও প্রতিভার সমন্বয় অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইন চাকরি পোর্টালগুলোকে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়।

চাকরি অনুসন্ধানের ক্ষেত্রে সনাতন পদ্ধতির তুলনায় অনলাইনে চাকরি খোঁজার প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জব পোর্টালগুলোতে ঢাকা কেন্দ্রিক চাকরি রয়েছে সবচেয়ে বেশি। এর পরপরই রয়েছে- চট্টগ্রাম, সিলেট ও যশোর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।